আটকের ২০ ঘণ্টা পর জামিন পেলেন জামালপুর আ.লীগের উপদেষ্টা

আটকের ২০ ঘণ্টা পর জামিন পেলেন জামালপুর আ.লীগের উপদেষ্টা

জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক বাবুকে জামিন দিয়েছেন আদালত। আটকের ২০ ঘণ্টা পরই তিনি জামিনে মুক্তি পান।

সোমবার সন্ধ্যায় শহরের পাঁচরাস্তা মোড়ের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

বিগত জুলাই-আগস্ট মাসের রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে জামালপুর সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে প্রেরণ করা হয়।

জামিন শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ তালুকদার জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন নাজমুল হক বাবুর আইনজীবী মাহফুজা সুলতানা সাথী।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আবুল হোসেন যুগান্তরকে বলেন, নাজমুল হক বাবুর জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। পরে আদালত বিবাদীপক্ষের আইনজীবীর শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এদিকে নাজমুল হক বাবুকে আদালতে পাঠানোর আগে তার মুক্তির দাবিতে থানা চত্বরে অবস্থান নেন মেষ্টা ইউনিয়নের কয়েকশ মানুষ। এ সময় থানার গেটে দাঁড়িয়ে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু জনগণকে শান্ত করে পুলিশ ভ্যানে থানা থেকে আদালতে যান।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )