বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চা দোকানি পুলিনুস দারিং (৪০)–কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয়দের দাবি, দোকানি পুলিনুস বাকিতে চা দিতে অস্বীকৃতি জানালে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

ঘটনার বিবরণ

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিনুস ওই ইউনিয়নের খানৈই গ্রামের মৃত কালাদিওর ছেলে। তিনি বল মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে একটি চা দোকান চালিয়ে আসছিলেন।

মামলা ও গ্রেফতার

ঘটনার পর মঙ্গলবার রাতেই নিহতের স্ত্রী অলিভিয়া চিসিম কমলকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় একই গ্রামের মৃত খেলন রেমার ছেলে আইয়ুব মারাক (৫০)–কে। পুলিশ রাতেই অভিযুক্ত আইয়ুবকে গ্রেফতার করে।

ঘটনার পেছনের কারণ

স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব মারাক প্রায়ই পুলিনুসের দোকানে চা খেয়ে টাকা না দিয়ে চলে যেতেন। মঙ্গলবার দুপুরে আবার দোকানে আসলে পুলিনুস তাকে বলেন, তিনি আর বাকিতে চা বিক্রি করবেন না। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পর আইয়ুব বাড়ি থেকে ছুরি এনে দোকানি পুলিনুসকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “এ ঘটনায় অলিভিয়া চিসিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আইয়ুব মারাককে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।”

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )