স্বাস্থ্য খাতে উন্নয়নের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ, থমকে গেছে যান চলাচল

স্বাস্থ্য খাতে উন্নয়নের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ, থমকে গেছে যান চলাচল

বরিশাল-ঢাকা মহাসড়কে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে কয়েক ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। এতে বরিশাল থেকে ঢাকা এবং আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়োগ, জরুরি বিভাগে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে জনবল সংকট, ওষুধের অভাব ও জরুরি সেবা না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। এ অবস্থায় বারবার প্রশাসনকে অবহিত করা হলেও কোনো সমাধান হয়নি।

অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দুপুর দেড়টার দিকে সড়ক থেকে সরিয়ে নেয়। তবে দাবি পূরণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

এ সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগ পোহান। অবরোধের কারণে বরিশাল শহরের ভেতর ও বাইরে যানজটের সৃষ্টি হয়।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )