নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় মুফতি আবু বকর-এর ক্ষোভ

নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় মুফতি আবু বকর-এর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত গলাচিপা-দশমিনা আসনের প্রার্থী মুফতি আবু বকর।

বুধবার (২৭ আগস্ট) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন,
“আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে নুরুল হক নুর ভাইর উপর প্রশাসনের এই হামলা স্বাভাবিক ভাবে দেখতে চাই না। যদি ফ্যাসিবাদ ফেরানোর ছক আঁকা হয়, আবার যুদ্ধ হবে।”

মুফতি আবু বকর মনে করেন, এ ধরনের হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে এবং জনগণের আন্দোলনকে ভয়ভীতি দেখিয়ে দমন করার অপচেষ্টা।

তিনি সতর্ক করে বলেন, জনগণের অধিকার আদায়ে যারা লড়াই করছে, তাদের ওপর হামলা চালিয়ে কোনো পক্ষই টিকে থাকতে পারবে না। বরং এতে নতুন করে প্রতিরোধ গড়ে উঠবে।

উল্লেখ্য, আজ নুরুল হক নূরের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )