হাসপাতালে ভর্তি শেহনাজ গিল

হাসপাতালে ভর্তি শেহনাজ গিল

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে লো-ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছিলেন। তার অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

হাসপাতালে ছুটে যান করণ বীর মেহরা

অভিনেত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান তার সহকর্মী করণ বীর মেহরা। তিনি শেহনাজের বর্তমান অবস্থা সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এক ভিডিওতে দেখা যায়, হাসপাতালে বিছানায় শুয়ে চিকিৎসাধীন শেহনাজকে হাসানোর চেষ্টা করছেন করণ। ভিডিওতে শেহনাজও হেসে বলেন, “ও আমাকে হাসানোর চেষ্টা করছে।”

শেহনাজ গিলের জনপ্রিয়তা

‘বিগ বস’ শোতে অংশগ্রহণের পর শেহনাজ গিল দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। যদিও তার ক্যারিয়ার শুরু হয়েছিল পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। সম্প্রতি তিনি কলকাতায় একটি নতুন পাঞ্জাবি সিনেমার শুটিং শেষ করেছেন।

ভক্তদের প্রার্থনা

শেহনাজের অসুস্থতার খবরে ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। সবাই আশা করছেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )