
আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্ত: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক। ঢাকা
অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা মৌলানা ড. এ. এফ. এম. খালিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশে প্রতিটি মসজিদ কমিটি গঠন হবে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে। মসজিদ হবে ইবাদতের কেন্দ্র, রাজনৈতিক সংঘাতের স্থান নয়।
শনিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, “মসজিদ পরিচালনায় দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক হস্তক্ষেপ চলে আসছে, তা বন্ধের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামীতে মসজিদ কমিটি গঠনে স্থানীয় মুসল্লিদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো রাজনৈতিক দলের প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না।”
তিনি আরও বলেন, মসজিদের ইমাম ও খতিবদের নিয়োগে যোগ্যতা, চরিত্র এবং ধর্মীয় জ্ঞানকে প্রধান মানদণ্ড হিসেবে ধরা হবে। রাজনৈতিক আনুগত্য বা দলীয় পরিচয় দিয়ে কেউ এই পদে আসতে পারবে না।
ধর্ম উপদেষ্টা জানান, এ নিয়ে ইতিমধ্যে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আগামী মাসে তা অনুমোদনের জন্য অন্তর্বর্তী সরকারের সভায় উপস্থাপন করা হবে। পাশাপাশি মসজিদে অনুদান, উন্নয়ন কার্যক্রম এবং জমির মালিকানা সংক্রান্ত বিষয়গুলোতেও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
সভায় ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক, বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি-সচিব এবং আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মসজিদকে রাজনৈতিক মুক্ত রাখার এই উদ্যোগকে স্বাগত জানান।