নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সাম্প্রতিক বক্তব্যকে “মানসিক অসুস্থতা” ও “মব উসকে দেওয়ার প্রচেষ্টা” হিসেবে আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গলাচিপা-দশমিনা আসনের প্রার্থী মুফতি আবু বকর। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “এতো রীতিমতো মানসিক অসুস্থতা এবং মব উসকে দেওয়ার প্রচেষ্টা। এই সব মানসিক রোগীদের অধীনে কে নির্বাচনে যাবে?”
গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন বিতর্কিত মন্তব্য আসছে। বিশেষ করে আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে “মব তৈরি” বা “ভাগ হয়ে পড়া” প্রসঙ্গ টেনে বক্তব্য দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
মুফতি আবু বকর বলেন, নির্বাচনের সময় কমিশনের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু জনগণকে ভীত-সন্ত্রস্ত করার মতো মন্তব্য করে কমিশন তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করছে।
তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের মানুষ আর কোনোভাবে ভয়ভীতির মধ্যে থেকে নির্বাচন দেখতে চায় না। নির্বাচন হবে জনগণের ভোটে, জনগণের আস্থায়— মবের ভয়ে নয়।”
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে আবু বকর সাহেবের এই প্রতিক্রিয়া শুধু ব্যক্তিগত ক্ষোভ নয়; বরং সাধারণ মানুষের ভেতরে কমিশনকে ঘিরে যে অনাস্থা তৈরি হচ্ছে, তারই প্রতিফলন।
এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে, গলাচিপা-দশমিনা অঞ্চলে আবু বকর ভাই তরুণ ও সাধারণ মানুষের মধ্যে ভালো সাড়া পাচ্ছেন। তিনি জোর দিচ্ছেন “সততা, স্বচ্ছতা ও জনগণের কণ্ঠস্বর” এর উপর।
রাজনীতির মাঠে যেখানে কমিশনের বক্তব্য নির্বাচন নিয়ে উদ্বেগ আরও বাড়াচ্ছে, সেখানে ইসলামী আন্দোলনের প্রার্থীর এই স্পষ্ট ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসন্ন সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন অনেকে।