
গলাচিপা ও দশমিনায় ৫ আগস্ট স্মরণে পৃথক পৃথক মিছিলে নেতৃত্ব দেবেন মুফতি আবু বকর

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের পতনের এক বছর পূর্ণ হচ্ছে। এই দিনটি স্মরণে পটুয়াখালীর গলাচিপা ও দশমিনায় পৃথক পৃথক গণমিছিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দশমিনায় আয়োজিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশ এবং সেখান থেকে একটি গণমিছিল বের হবে। এতে সভাপতিত্ব করবেন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল এবং সঞ্চালনা করবেন সেক্রেটারি মাওলানা রুহুল আমীন রুহানী।
অন্যদিকে, একই দিনে গলাচিপা উপজেলা শাখাও ৫ আগস্ট উপলক্ষে আলাদা গণমিছিলের আয়োজন করেছে। স্থানীয় নেতাদের সমন্বয়ে বিকেলে এই কর্মসূচি পালিত হবে।
উভয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক। তিনি গলাচিপা ও দশমিনার দুই মিছিলেই অংশগ্রহণ করে নেতৃত্ব দেবেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ৫ আগস্টকে স্মরণীয় রাখতে এ কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।