প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন

প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং, যেখানে বলা হয়েছে এই অনুষ্ঠানটিও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে ।

খসড়া প্রস্তুতি ও সবার উপস্থিতি

সংবাদ অনুযায়ী, গত ২ আগস্ট অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানো খসড়া প্রথম সমন্বয় শেষে চূড়ান্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকালে গণ‑অভ্যুত্থানে অংশ নেওয়া সকল পক্ষের সম্মিলিত উপস্থিতিতে ঘোষণাপত্রটি পাঠ করা হবে।

ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত বিষয়বস্তু

ঘোষণাপত্রে মোট ২৬টি দফা রয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে—“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে” ।

অনুষ্ঠান ও ভেন্যু পরিকল্পনা

  • স্থান: জাতীয় সংসদ, দক্ষিণ প্লাজা
  • উপস্থিত থাকবেন: সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত স্বাধীনতা যোদ্ধারা
  • স্থানীয় সংগঠন ও সাংস্কৃতিক আয়োজন থাকবে সারাদিন: গান, মিছিল, শিল্পী পরিবেশনা, পোস্টকার্ড বিতরণ ইত্যাদি

মূল উদ্দেশ্য ও ব্যাখ্যা

এই ঘোষণাপত্র সাংবাদিক ও জনগণের সামনে তুলে ধরা হবে মূলত অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে — একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি প্রকাশ ও ভবিষ্যতের পথ নির্ধারণে। এই দিনে সরকার ইচ্ছুক সেটিকে গণবিশৃঙ্খলা নয় বরং গণতান্ত্রিক পরিবর্তনের এক প্রতীক হিসেবে তুলে ধরতে ।

অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচারের পাশাপাশি সারাদেশে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে—যেমন শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় মিছিল, সাংস্কৃতিক সন্ধ্যা, ড্রোন শো ইত্যাদি ।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )