
তারেকের ‘বাংলাদেশ অচল’ মন্তব্যে ক্ষোভ, প্রশ্ন তুললেন মুফতি আবু বকর

ছাত্রদল সভাপতি সম্প্রতি বলেছেন, তারেক রহমান নির্দেশ দিলে বাংলাদেশ অচল করে দিতে পারে ছাত্রদল। তাহলে তারা এখন চাঁদাবাজি, খুন ও ধর্ষণের মাধ্যমে যে অচলায়তন সৃষ্টি করেছে, সেটার দিকেই কি ইঙ্গিত করলেন?
এমন প্রশ্ন তুলে মুফতি আবু বকর বলেন, ‘১৭ বছর যারা রাজপথে অচল ছিল, যারা একটি বালুর ট্রাক পর্যন্ত সরাতে পারেনি, তারা হঠাৎ করে আবার এতো সচল হলো কীভাবে? জনগণ এসব প্রশ্নের জবাব চায়।’
তিনি আরও বলেন, রাজনীতিকে প্রতিশোধ, হুমকি ও হিংস্রতার পথে ঠেলে দেওয়ার যে অপচেষ্টা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো করছে, তা জনগণের জন্য ভয়াবহ সংকেত। ইসলামভিত্তিক রাজনীতি শান্তি, শালীনতা ও জনসেবার শিক্ষা দেয়, কিন্তু তাদের বক্তব্যে তা অনুপস্থিত।
মুফতি আবু বকর সিদ্দিক বিগত কয়েক বছর ধরে পটুয়াখালী অঞ্চলে ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ আন্দোলন ও জনসম্পৃক্ততা গড়ার কাজ করে যাচ্ছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে গঠনমূলক ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “রাজনীতি মানে হুমকি নয়, বরং নীতি ও মানবতার পথে এগিয়ে চলা।”