
গলাচিপায় ইতিহাস গড়া সমাবেশ ও মিছিল, গর্জে উঠলো হাজারো কণ্ঠ

গলাচিপা, পটুয়াখালী | ৫ আগস্ট ২০২৫জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় পৌর মঞ্চ চত্বরে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা-দশমিনা আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতী আবু বকর সিদ্দীক। তিনি বলেন,
“জুলাই এদেশের ছাত্র-জনতার বিজয়। বৈষম্য, বিদেশি হস্তক্ষেপ ও দুর্নীতির বিরুদ্ধে এই বিপ্লব ফ্যাসিবাদ হটিয়ে কল্যাণ রাষ্ট্র গঠনের বীজ বপন করেছিল।”
তিনি অভিযোগ করে বলেন, একটি বড় রাজনৈতিক দল এখনো চাঁদাবাজি, খুন ও ধর্ষণের সংস্কৃতি চালু রেখেছে।
“তারা দেশের ব্যবসায়ীদের সম্পদ ও মা-বোনদের ইজ্জতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা তাদের সংশোধনের সুযোগ দিচ্ছি—তা না হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।”
তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের বলে উল্লেখ করেন এবং ‘জুলাই সনদ’কে জাতির প্রত্যাশা অনুযায়ী ঢেলে সাজানোর আহ্বান জানান।

“জুলাই বিপ্লবের স্পিরিট ধরে রেখে গলাচিপা-দশমিনায় দুর্নীতি ও চাঁদাবাজির কবর রচনা করব” — মুফতী আবু বকর সিদ্দীক, হাতপাখার সংসদ সদস্য প্রার্থী
সমাবেশে উপস্থিত ছিলেন:
- মাওলানা আবু বকর সিদ্দীক – সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা উপজেলা
- মাওলানা তানভীর হোসাইন – সেক্রেটারি, গলাচিপা উপজেলা
- মাওলানা আবুল বাসার জিহাদী – সহ-সেক্রেটারি, পটুয়াখালী জেলা
- আবুল হোসেন গাজী – কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক
- মাওলানা আবদুল মান্নান – সিনিয়র সহ-সভাপতি, গলাচিপা
- নাজমুল হুদা রিপন – পৌর সভাপতি
- হাফেজ আবদুল কাইউম – সভাপতি, ওলামা মাশায়েখ পরিষদ
- মাওলানা আখতারুজ্জামান – সভাপতি, যুব আন্দোলন
- রাকিবুল ইসলাম – সভাপতি, ছাত্র আন্দোলন
মিছিলটি গলাচিপা শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শেষ হয়।