
“ভারতের প্রেসক্রিপশনে তৈরি সংবিধান সংস্কার সময়ের দাবি”

“ভারতের প্রেসক্রিপশনে তৈরি সংবিধান সংস্কার সময়ের দাবি”
– মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বর্তমান সংবিধান ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তৈরি করা হয়েছে উল্লেখ করে এর সংস্কারের জোর দাবি জানিয়েছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের।
আজ (৫ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনায় আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিল
অনুষ্ঠানে তিনি বলেন,
“বাংলাদেশের সংবিধান জনগণের ত্যাগ-তিতিক্ষার ফসল নয়। এটি ভারতের প্রেসক্রিপশনে তৈরি একটি কাঠামো,
যার মাধ্যমে দেশের স্বাধীনতা ও স্বাভিমান প্রশ্নবিদ্ধ হয়েছে। এই সংবিধান সংস্কার ছাড়া জাতির মুক্তি নেই।”
তিনি আরও বলেন, “১৯৭২ সালের সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন নয়।
এই সংবিধানেই একদলীয় বাকশাল প্রতিষ্ঠা পায়, বিচার বিভাগ ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ হয়।
যে দেশে জনগণ স্বাধীনতা অর্জন করেছে রক্ত দিয়ে, সেই দেশের শাসনব্যবস্থা কখনোই
বিদেশি প্রভাবাধীন হতে পারে না।”
“আইনের শাসন, মানবাধিকার নিশ্চিত করতে হলে এই উপনিবেশবাদী সংবিধান সংস্কার করতেই হবে।”
— মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের
তিনি আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান ছিল বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানোর বাস্তব ফল।
এই অভ্যুত্থানকে ঘিরে যে গণচেতনার সৃষ্টি হয়েছে, তার ফলাফল হতে হবে একটি স্বাধীন, স্বচ্ছ ও
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা।
আলোচনার শেষাংশে মুফতি ইসহাক বলেন, “আজ সময় এসেছে জনগণের দাবি বাস্তবায়নের।
জুলাই বিপ্লবের চেতনা নিয়ে নতুন রাষ্ট্রীয় দিকনির্দেশনার পথে এগোতে হবে।”