
‘পার্টি অফিস’ খুলে কলকাতায় চলছে আওয়ামী লীগের কার্যক্রম

গেল বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের বহু নেতা-কর্মী দেশ ছেড়ে প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশে চলে যান। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ এখন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থান করছেন। সম্প্রতি জানা গেছে, সেখানে একটি বাণিজ্যিক কমপ্লেক্সের ভেতরে গোপনে খোলা হয়েছে দলের অনানুষ্ঠানিক কার্যালয়, যেখানে নিয়মিত বৈঠক ও দেখা-সাক্ষাতের কাজ চলছে।
সূত্র জানায়, কমপ্লেক্সটির একটি নির্দিষ্ট তলায় লিফট থেকে নেমে বাঁ দিকে গেলেই দেখা মেলে সারি সারি অফিস কক্ষ। এর মধ্যেই একটি কক্ষে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাইরে কোনো সাইনবোর্ড, পতাকা কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার ছবি নেই। ভেতরেও এমন কোনো রাজনৈতিক চিহ্ন রাখা হয়নি যাতে সহজে বোঝা যায় এটি আওয়ামী লীগের অফিস।
দলের এক নেতা জানিয়েছেন, পরিচয় গোপন রাখতেই এমন ব্যবস্থা। অফিসে শুধু বৈঠক এবং যোগাযোগের কাজ হয়। এখানে পুরনো চেয়ার-টেবিলসহ আগের ভাড়াটিয়ার ফেলে যাওয়া আসবাব ব্যবহার করা হচ্ছে। প্রায় ৩০-৩৫ জনের ছোট বৈঠক এখানে সম্ভব হলেও বড় আকারের সভা ভাড়া করা ব্যাংকোয়েট হল বা রেস্তোরাঁয় আয়োজন করা হয়।
সরকার পতনের পর থেকে কলকাতা ও আশপাশে অবস্থান করছেন সাবেক মন্ত্রী, এমপি, জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি-সম্পাদক, মেয়রসহ শীর্ষ পর্যায়ের অন্তত ২০০ নেতা-কর্মী। তাদের মধ্যে কেউ পরিবার নিয়ে আছেন, আবার কেউ যৌথভাবে বাসা ভাড়া নিয়েছেন। এছাড়া কয়েকজনের পরিবার বাংলাদেশে থাকলেও সময় সময় এসে কিছুদিন অবস্থান করেন।
বর্তমানে সেখানে দ্বাদশ সংসদের প্রায় ৮০ জন সাবেক এমপি ও আরও কয়েকজন প্রভাবশালী নেতা অবস্থান করছেন বলে জানা গেছে। তবে ঠিক কোন এলাকায় এই কার্যালয় রয়েছে, তা প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।