কমিটি ঘোষণার পর ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

কমিটি ঘোষণার পর ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক |

আপডেট: ৯ আগস্ট ২০২৫, রাত ২:১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হল শাখার নতুন কমিটি ঘোষণা করেই ছাত্রদলের শীর্ষস্থানীয় ৬ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের অপরিহার্য পদে নিয়োগ এবং তথ্য গোপনের অভিযোগ স্বয়ং সংগঠনটি কঠোরভাবে দমন করেছে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝাড়খণ্ডের হলগুলোতে নতুন কমিটি ঘোষণা করার পর, ওই নেতাদের বিরুদ্ধে তথ্য গোপনের প্রমাণ সংগ্রহ করা হয়। আর এ কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে । এই সিদ্ধান্তে রাজনৈতিক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন দিয়েছেন ।

অব্যাহতি পায় (১) মোসাদ্দেক আল হক শান্ত — ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহ্বায়ক, (২) রাকিবুল হাসান সৌরভ — একই হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, (৩) নিতু রানী সাহা — শামসুন নাহার হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, (৪) রাজু শেখ — মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক, (৫) আহমেদ জাবির মাহাম — হাজী মুহম্মদ মুহসীন হলের সদস্য, এবং (৬) এনএস সায়মন — একই হলের অন্যান্য সদস্য ।

তদন্ত কমিটির গঠন ও প্রেক্ষাপট

নতুন কমিটি ঘোষণার পরই আবির্ভূত অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। এতে সদস্য ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন, ও সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছিল ।

পুরোনো দলীয়ের তালিকায় নতুন কমিটি

এ প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন হল কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা–কর্মীরা স্থান পায়, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয় ।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )