পিআর পদ্ধতির দাবিদাররা নির্বাচনে ভয় পায়: শামসুজ্জামান দুদু

পিআর পদ্ধতির দাবিদাররা নির্বাচনে ভয় পায়: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা অনুপাতে (PR) ভোট পদ্ধতির দাবিতে গোঁ ধরছেন, তারা মূলত সরাসরি নির্বাচনের প্রতিযোগিতা থেকে ভয় পাচ্ছেন। এই পদ্ধতির প্রতি আগ্রহীদের মধ্যে এমন রাজনৈতিক দল রয়েছে, যাদের প্রার্থীরা কখনো সংসদে নির্বাচিত হতে পারেননি।

শনিবার সকালে চুয়াডাঙ্গার নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, “অনেক ইসলামী দল আছে, যারা সংসদে কখনো প্রতিনিধি পাঠাতে পারেনি। ইসলামী আন্দোলন তাদের মধ্যে অন্যতম। আওয়ামী লীগের শাসনামলে এই দলটি যেভাবে বরিশালের সাম্প্রতিক নির্বাচনে নাস্তানাবুদ হয়েছে, সেটি সবার জানা। তাদের পীর রক্তাক্ত হওয়ার পর তারা এখন আওয়ামী লীগের বিরোধিতা করছে। অথচ আওয়ামী লীগের শাসনামলে যত নির্বাচন হয়েছে, সবগুলোতেই তারা অংশ নিয়েছে।”

তিনি বলেন, “যারা পিআর পদ্ধতি চান, তারা যদি মনে করেন এটি জনপ্রিয়, তাহলে সেটি তাদের রাজনৈতিক কর্মসূচিতে রাখুন এবং জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করুন। কারণ, এই পদ্ধতি চালুর জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাগবে। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতিতে সরকার গঠনের উদাহরণ আছে, কিন্তু সেসব দেশে রাজনৈতিক স্থিতিশীলতা কমেছে। নেপালই এর বড় উদাহরণ, যেখানে তিন বছরের মধ্যে অন্তত ১০ বার সরকার বদল হয়েছে।”

আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, “এখন দেশে কোনো সরকারি দল নেই। অন্তর্বর্তী সরকারের সময়ও যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে সেটা তাদের রাজনৈতিক ব্যর্থতা হবে।”

মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )