পটুয়াখালীর বাউফলে জুলাই বিপ্লবের বিজয় মিছিলে নেতৃত্ব দেওয়ায় আলোচিত কৃষক লীগ নেতা এস এম ইউসুফ (৬৫)–কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের গোলাবাড়িস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, ইউসুফকে “ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার দেখানো হয়েছে।
রাজনৈতিক পরিচয়
এস এম ইউসুফ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন বাংলাদেশ কৃষক লীগের বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। দলের একজন পরিচিত মুখ হিসেবে তিনি বাউফলে দীর্ঘদিন সক্রিয় ছিলেন।
বিজয় মিছিলে নেতৃত্ব দিয়ে বিতর্কে
গতকাল মঙ্গলবার ছিল “জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি”। এ উপলক্ষে বাউফলে বিজয় মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)। এই মিছিলে নেতৃত্ব দেন এস এম ইউসুফ। তার এই অংশগ্রহণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মিছিলটি বেলা সাড়ে ১১টায় বাউফল সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। ইসলামী আন্দোলনের ব্যানারে আয়োজিত এ মিছিলে ইউসুফের সক্রিয় উপস্থিতি নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।
মিশ্র প্রতিক্রিয়া
ইউসুফের ইসলামী আন্দোলনের কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত বললেও, অনেকে একে ব্যক্তিগত বা সাংগঠনিক বিরোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।