🏏
ভারতের বিপক্ষে ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের সামনে পাহাড়সম লক্ষ্য—৩৭৪ রান। টেস্টের চতুর্থ ইনিংসে এত বড় রান তাড়া করে জয় পাওয়া ইতিহাসেই খুব বিরল। ওভালে এর আগে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড মাত্র ২৬৩ রান, সেটিও ১৯০২ সালে, আজ থেকে ১২৩ বছর আগে।
ভারত প্রথম ইনিংসে মাত্র ২২৪ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে শক্তভাবে ঘুরে দাঁড়ায়। যশস্বী জয়সওয়ালের দারুণ ১১৮ রানের ইনিংসের সঙ্গে আকাশ দীপ (৬৬), রবিন্দ্র জাদেজা (৫৩), ওয়াশিংটন সুন্দর (৫৩) ও দ্রুব জুরেল (৩৪)–এর কার্যকর ব্যাটিংয়ে ভারত করে ৩৯৬ রান।
ইংল্যান্ডের পক্ষে জশ টাং নিয়েছেন ৫ উইকেট, গাস অ্যাটকিনসনের ঝুলিতে গেছে ৩ উইকেট।
এখন ইতিহাস গড়ে এই টেস্ট এবং সিরিজ নিজেদের করতে হলে ইংল্যান্ডকে খেলতে হবে রেকর্ড ভেঙে, সাহসিকতার সর্বোচ্চ পরীক্ষা দিয়ে।