রিয়াদ ও প্যারিসের যৌথ উদ্যোগে প্রকাশিত এক ঘোষণাপত্রে গাজায় ২১ মাস ধরে চলা যুদ্ধ অবসানের মধ্য দিয়ে সমাধান প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।
ঘোষণাপত্রে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরপরই গাজায় একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠন করতে হবে, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায় পরিচালিত হবে। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটভুক্ত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ মিশনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি রাষ্ট্র।
ঘোষণায় ইসরাইলি নেতৃত্বের প্রতি স্পষ্ট আহ্বান জানানো হয়—তারা যেন একটি সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে জনসমক্ষে প্রতিশ্রুতি দেয়। সেই সঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দখল, ভূমি অধিগ্রহণ ও সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়।
ঘোষণাপত্রে আরও বলা হয়, ‘শুধু গাজায় যুদ্ধের অবসান, সকল জিম্মির মুক্তি, দখলদারিত্বের সমাপ্তি, সহিংসতা ও সন্ত্রাস পরিত্যাগ, স্বাধীন ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসরাইল-ফিলিস্তিন উভয়ের জন্য নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিলেই—এই অঞ্চলে সহাবস্থান ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে।’
বিশ্লেষকদের মতে, এই ঘোষণাপত্র মধ্যপ্রাচ্যে নতুন এক কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে আরব ও ইউরোপের যৌথ উদ্যোগ হিসেবে এটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছে।