
২০ বছরের চেষ্টার পরও ‘লাল গাভী’ উৎপাদনে ব্যর্থ দখলদার ইসরায়েলের টেম্পল ইনস্টিটিউট

দখলদার ইসরায়েলের টেম্পল ইনস্টিটিউট দুই দশকের বেশি সময় ধরে দেশ ও যুক্তরাষ্ট্রে বিশেষ প্রজনন কর্মসূচি চালিয়েও ধর্মীয় বিধি মেনে বলিদানের জন্য প্রয়োজনীয় ‘লাল গাভী’ উৎপাদনে ব্যর্থ হয়েছে।
সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে সংস্থাটি স্বীকার করে, “প্রতিটি সম্ভাব্য গাভীর শরীরে অন্তত একটি বা একাধিক লাল ভিন্ন অন্য রঙের লোম পাওয়া গেছে, যা তাদের অযোগ্য করে দিয়েছে।” এর ফলে টেক্সাস থেকে আনা গাভীগুলোকেও ইহুদি ধর্মীয় আইন অনুযায়ী বাতিল করা হয়েছে।
ইহুদি আইন অনুযায়ী, এই লাল গাভীকে সরাসরি মসজিদে আকসার বিপরীতে থাকা যাইতুন পর্বতে বলি দিতে হবে।
বলি দেয়া গরুর ছাই ব্যবহার করা হবে ধর্মীয় পবিত্রতার জন্য, যাতে মসজিদে আকসা ধ্বংস করে ইহুদীদের তৃতীয় মন্দির নির্মাণ ও বলি প্রথা পুনরায় শুরুর করা যায়।
টেম্পল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত অর্থোডক্স ইহুদিরা বিশ্বাস করে, তৃতীয় মন্দির নির্মাণ ও এসব প্রাচীন আচার ফিরে আসার পরই ‘মোশিয়াখ’ বা ত্রাণকর্তার (মসিহ -দাজ্জাল) আগমন ঘটবে।