
শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে ভারতের নীরবতা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার আওতায় আনার বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে চিঠি দিলেও এখনও সে বিষয়ে কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, “নতুন করে বলার কিছু নেই। আমরা আনুষ্ঠানিকভাবে ভারতকে জানিয়েছি। তারা এখনো এ বিষয়ে কোনো সহায়তামূলক পদক্ষেপ নেয়নি। তবে বিচারপ্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই কেউ আসুক আর না আসুক, তা থেমে থাকবে না।”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন।
আন্তর্জাতিক কোনো সংস্থার সহায়তা নেওয়া হবে কি না—এই প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “সরকার যদি প্রয়োজন মনে করে, তখন সে বিষয়ে পদক্ষেপ নিতে পারে। আপাতত তা জরুরি মনে করা হচ্ছে না।”
ভারতের ‘পুশ ইন’ নিয়ে উদ্বেগ
এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশিদের ঠেলে পাঠানো (পুশ ইন) নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, “পুশ ইন কোনো প্রথাগত পদ্ধতি নয়। বৈধভাবে ফেরত পাঠানোর জন্য ভারত যদি বাংলাদেশিকে চিহ্নিত করে, আমাদের জানাবে। আমরা নাগরিকত্ব নিশ্চিত করে ফেরত নেব। কিন্তু এখন যেটা হচ্ছে, তা নিয়মবহির্ভূত এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “ভারতের দেওয়া তালিকা অনুযায়ী আমরা আমাদের নাগরিকদের ফেরত নিয়েছি। এরপরও পুশ ইন চালিয়ে যাওয়া দুঃখজনক। আমরা এটি বন্ধে কূটনৈতিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। যদিও এখনো সাফল্য আসেনি, তবে ভবিষ্যতে আসবে বলে আমরা আশা করি।”