নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি আন্দোলন বাংলাদেশ নিয়ে পিনাকি ভট্টাচার্যের বিদ্রূপাত্মক মন্তব্য ও বক্র দৃষ্টির প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও চিন্তাবিদ শামসুদ দোহা তালুকদার। এক ফেসবুক পোস্টে তিনি সরাসরি পিনাকির বিরুদ্ধে "বয়কট আন্দোলন" ঘোষণার আহ্বান জানান।
শামসুদ দোহা তার পোস্টে লিখেছেন—
“এখন থেকে তার সাথেও ঐ রকম আচরণ করতে হবে। কোন পোস্ট বা ভিডিওতে গিয়ে ‘দাদা দাদা’ করা যাবে না। খুব বলেছেন, ভালো বলেছেন, একেবারে ‘জয়বাংলা’ করে দিছেন—এসব আদিখ্যেতা দেখানো যাবে না। পারলে আনফলো করুন।”
তিনি আরো বলেন—
“তার পোস্ট দেখা বা ভিডিও শুনতে মানা করছি না, তবে কেউ যেন তার পোস্টে গিয়ে কমেন্ট না করে।”
নিজের বক্তব্যকে আরও জোরালো করে শামসুদ দোহা লেখেন—
“যারা লেখালেখি করেন, তারা লিখুন—বিদেশে থাকা শ্রেষ্ঠ ইউটিউবার অমুক, অমুক ও অমুক। তার জন্য কোনো সিরিয়ালই রাখবেন না। তখন টনক নড়বে।”
তিনি ইঙ্গিত দেন, পণ্য বয়কট আন্দোলনের মতো এই বয়কট প্রচারণাও কার্যকর প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
সম্প্রতি পিনাকি ভট্টাচার্য ইসলামি আন্দোলন ও তার কিছু নেতার বিরুদ্ধে টিকাটিপ্পণি করেন বলে অভিযোগ ওঠে। এতে ইসলামি চেতনার অনুসারী অনেক নেটিজেনের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় শামসুদ দোহার পোস্ট সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। অনেকেই তার বক্তব্যে একমত পোষণ করেছেন এবং পিনাকির প্রতি ‘ভ্রাতৃত্বসুলভ’ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।