জনগণের ভোটে দেশ হবে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র: তারেক রহমান

জনগণের ভোটে দেশ হবে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটই হবে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্রে রূপান্তরের পথপ্রদর্শক।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর গুলশানে সমমনা ১২-দলীয় জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায়, ছাত্র-জনতা ও শ্রমিকদের গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাই মাসে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন আমাদের লক্ষ্য—জনগণের রায়ে নতুন বাংলাদেশ গড়া।”

সভায় এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )