
সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক আছে, থাকবে। তবে সাকিব আল হাসানের ক্রিকেট মস্তিস্ক নিয়ে কোনো বিরুপ মন্তব্য নেই। তিনি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি; তিন ফরম্যাটেই বিশ্বসেরার খেতাব জিতেছেন।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ইস্যুর কারণে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট দল আগেও অনেক অলরাউন্ডার পেয়েছে, এখনও দলে অলরাউন্ডার আছে।
কিন্তু সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার ভবিষ্যতে পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এমনটি বলেছেন জাতীয় দলের সহকারী কোচ ও সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিন।
সম্প্রতি কোচ সালাউদ্দিন বলেন, ‘সাকিবের মতো অলরাউন্ডার কখনও পাবেন না। এটা বলে লাভ নেই। আমাদের যারা বোলার আছে তারা যেন আরেকটু ভালো ব্যাটিং করতে পারে সেটাই প্রত্যাশা।’
তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসানদের ব্যাটিংয়ের উন্নতি নিয়ে সালাউদ্দিন বলেন, ‘ফলাফল নিয়ে হতাশ হতে পারেন, কিন্তু কারও উন্নতি দেখলে অনুপ্রাণিত হওয়া যায়। তানজিম সাকিবের ব্যাটিং দেখলাম, সাইফউদ্দিন-মেহেদী ভালো ব্যাটিং করছে। এতে দলেরই উপকার। ওরা যত ভালো ব্যাট করবে উপরের দিকের ব্যাটারদের চাপ তত কমতে থাকবে। নাহলে ৬-৭ এ যারা ব্যাট করে তাদের উপর অনেক বেশি চাপ চলে যায়। জানে- আমার পেছনে আর কেউ ব্যাটিং পারে না।’
তিনি আরও বলেন, ‘ঐ সিগনালগুলো দেখতে পারি বলেই আমরা কোচিংয়ে থাকি। আমরা বুঝি যে না ওকে আরেকটু ঘষামাজা করে আরও ভালো মনে হয় করা যাবে। আমরা মনোযোগ দিচ্ছি বোলাররা যাতে ভালো ব্যাটিং করে। বেশি ব্যাটিং প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। ওদের টেকনিক যাতে উন্নত হয়, ব্যাটিং পায়। ছোট ছোট উন্নতি পেলেই দলের লাভ হবে।’